এ ঘটনায় গ্রেপ্তার তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Published : 11 Feb 2023, 02:21 PM
কুমিল্লা নগরীতে মাদক সেবন করতে দেখে ফেলায় এক তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান।
এর আগে নগরীর গোবিন্দপুর এলাকায় কাজী মনুসর বাড়ির সামনে শুক্রবার রাতে ওই তরুণকে ছুরিকাঘাত করা হয়। রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ১৯ বছর বয়সী মো. রাজিব হোসেন গোবিন্দপুর পশ্চিমপাড়ার কাজী ইউসুফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া এবং কুমিল্লা বিসিক শিল্পনগরীর একটি কারখানার শ্রমিক ছিলেন। তার বাড়ি রংপুর জেলায়।
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় আরেক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই এলাকার ভাড়াটিয়া ওই তরুণের নাম মো. রাব্বি (১৮)।
রাব্বি মাদকসেবী বলে স্থানীয়দের ভাষ্য। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রাব্বিকে মাদক সেবনের সময় দেখে ফেলে রাজিব। এনিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাব্বি ও তার সহযোগীরা মিলে রাজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গোবিন্দপুর এলাকার কাজী মনসুরের বাড়ির সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে রাজিবের মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই রাকিব হোসেন বলেন, “একই এলাকায় মাদক কারবারি ও মাদকসেবী রাব্বিসহ তার সহযোগিরা মিলে বাড়ি থেকে ধরে নিয়ে আমার ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এর আগে আমার ভাইকে তারা সিগারেট খাওয়া নিয়ে মারধর করেছিলো।
“মূলত আগের শত্রুতা ও তাদের মাদক সেবন দেখে ফেলার জের ধরে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।”
ওসি আহমেদ সনজুর বলেন, “পূর্ব শত্রুতা থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করেছে পুলিশ।”