ধনবাড়ী থেকে মধুপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
Published : 17 Feb 2024, 03:26 PM
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন এক আরোহী।
শনিবার দুপুরে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান জানান।
নিহতরা হলেন- উপজেলার বোয়ালী গ্রামের সিহাব মিয়ার ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) এবং ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর গ্রামের হায়দার আলীর ছেলে তানভীর (২৫)। তবে আহতের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক মুরাদ জানান, বনি আমিন ও তানভীর মোটরসাইকেলে করে ধনবাড়ী উপজেলার থেকে মধুপুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদেরটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল চালক ও এক আরোহী আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।