মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ শুরুর সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে নেতাকর্মীরা পালিয়ে যান।
Published : 01 Dec 2023, 11:19 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে সিলেটে বিএনপির নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
তবে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ শুরুর সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিলে নেতাকর্মীরা পালিয়ে যান।
শুক্রবার বেলা ২টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় এ ঘটনা থেকে কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
এর আগে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব হস্তান্তরের পর ১৮ নভেম্বর তফসিল বাতিলের দাবি জানিয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফ। পরে ২১ নভেম্বর তার বাসায় হাতবোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বন্দরবাজারের কালেক্টরেট মসজিদ থেকে বের হন সাবেক মেয়র আরিফুল হক। এ সময় নেতাকর্মীরা মিলিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।
মিছিলটি করিমউল্লা মার্কেটের সামনে পৌঁছালে সংক্ষিপ্ত বক্তব্যে আরিফুল হক বলেন, “প্রহসনের নির্বাচন মানি না, মানব না।”
এ সময় পুলিশের কয়েকটি গাড়ি মার্কেটের সামনে আসামাত্র বিএনপির নেতাকর্মীরা লালদিঘির পাড় হয়ে সটকে পড়েন। তখন পুলিশ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের ধাওয়া দেয়।
বিক্ষোভ মিছিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সহসভাপতি মাবুবুর রব ফয়সল, আশিক আহমদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ ও মোদন মহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আফজল হোসেন উপস্থিত ছিলেন।