চুয়াডাঙ্গায় ১১ সোনার বারসহ নারী আটক

বিজিবি জানায়, ওই নারী একটি ইজিবাইকে কয়েকজন যাত্রীর সঙ্গে সীমান্তের দিকে যাচ্ছিলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2024, 03:53 PM
Updated : 3 March 2024, 03:53 PM

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্তে ১১টি সোনার বারসহ এক নারী আটক হয়েছেন; যাকে পাচারকারী বলছে বিজিবি।

রোববার দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি জানান।

সকালে ওই এলাকার ছয়ঘরিয়া গ্রামের পথ দিয়ে ইজিবাইকে করে সীমান্তের দিকে যাওয়ার সময় অভিযান চালিয়ে সোনার বারসহ তাকে আটক করা হয়।

আটক তাছলিমা খাতুন (২৫) সুলতানপুরের কামারপাড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি কর্মকর্তা সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, একটি ইজিবাইক কয়েকজন যাত্রী নিয়ে সীমান্তের দিকে যাচ্ছিল। পথে বিজিবি সদস্যরা ছয়ঘরিয়া গ্রামে ইজিবাইকটি থামায়।

যাত্রীদের তল্লাশির সময় ইজিবাইকে থাকা তাছলিমা খাতুন তার কোমরে লুকানো থাকা ১১৩.১৬ ভরি ওজনের ১১টি সোনার বার বের করে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন।

লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান আরও জানান, আটক সোনার আনুমানিক মূল্য এক কোটি ৩০ লাখ টাকা। আটক নারীকে দর্শনা থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

এছাড়া জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।