বরিশালে বাবুগঞ্জে স্কুলের শহীদ মিনার খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা

নতুন ভবন নির্মাণের জন্য পূর্বের পাকা শহীদ মিনার ভেঙে ফেলায় কলাগাছ দিয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়েছিল শিক্ষার্থীরা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2023, 10:49 AM
Updated : 21 Feb 2023, 10:49 AM

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনার ভেঙে পাশের খালে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ভোর রাতের দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।

প্রধান শিক্ষক আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণের কারণে পূর্বের পাকা শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছে। তবে শহীদ দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়।

“সোমবার রাত ১১টার দিকে কলাগাছ দিয়ে মিনার নির্মাণ শেষে শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। নৈশ প্রহরীরা একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটা থেকে তিনটার দিকে শব্দ পেয়ে নৈশ প্রহরীরা বের হয়ে দেখতে পায় অজ্ঞাত দুই যুবক দৌড়ে পালাচ্ছে। শহীদ মিনার নেই।”

প্রধান শিক্ষক বলেন, “দুর্বৃত্তরা শহীদ মিনার ভেঙে স্কুলের পাশের খালে ফেলে দিয়েছে। এ কারণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো যায়নি। এ ঘটনা থানা পুলিশকে জানানো হয়েছে।”

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহীদ মিনার নির্মাণ নিয়ে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে দুইটি পক্ষ হয়েছে। আমার ধারণা বাচ্চাদের একটি পক্ষ হয়তো ভুল করে এ কাজটি করেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

“যদি তাদের মধ্যে থেকে এ ধরনের ঘটনা না ঘটে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাবুগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।