মানিকগঞ্জে পদ্মার ১২ কেজির বোয়াল বিক্রি হলো ১৫ হাজারে

হরিণা ঘাটে পানিতে বাশের খুঁটির সঙ্গে মাছটি বেঁধে রাখলে উৎসুক অনেকেই দেখতে ভিড় করেন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2023, 06:10 AM
Updated : 16 Nov 2023, 06:10 AM

মানিকগঞ্জের পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ। সেটি ১৫ হাজার টাকায় কিনে নিয়েছেন পাঁচ কৃষক।

বৃহস্পতিবার ভোরে পদ্মা নদীর হরিরামপুর উপজেলার হরিনাঘাট এলাকায় মাছটি ধরা পড়ে বলে জানান হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম।

বোয়ালটি ধরা পড়ে লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম গ্রামের আলম মিয়ার ইলিশ মাছ ধরার জালে।

আলম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে হরিনা ঘাট থেকে একটু ভিতরে পদ্মায় ইলিশের জাল ফেলি। ৫টার দিকে জাল তুলতে টান দিতেই বুঝতে পারি বড় কোনো মাছ জালে আটকা পড়েছে। অবশেষে নৌকায় তুলে দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে।”

পরে মাছটি বিক্রির জন্য হরিণা ট্রলার ঘাট এলাকায় নিয়ে আসেন আলম। সেখানে তার কাছ থেকে মাছটি কিনে নেয় পাটগ্রামের আমির হোসেনসহ পাঁচ কৃষক।

আমির বলেন, "১২ কেজির মাছটি সরাসরি জেলের কাছ থেকে আমরা পাঁচ জন কৃষক ১৫ হাজার টাকায় কিনে নিয়েছি। মাছটি হরিণা ঘাটে পানিতে বাশের খুঁটির সঙ্গে বেঁধে রাখলে উৎসুক অনেকেই দেখতে ভিড় করেন।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝেই বড় বড় মাছ- বিশেষ করে বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পড়ছে। তারই ধারাবাহিকতায় ভোরে বোয়ালটি ধরা পড়েছে।