চুয়াডাঙ্গা সীমান্তে এক কেজি সোনার বার আটক

বিজিবির ধাওয়া খেয়ে এক ব্যক্তি হাতে থাকা তিনটি প্যাকেট ফেলে ভারতে পালিয়ে যায়, প্যাকেটে পাওয়া যায় ১০টি সোনার বার।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2023, 02:48 PM
Updated : 10 Feb 2023, 02:48 PM

চুয়াডাঙ্গার সীমান্ত থেকে এক ব্যক্তির ফেলে যাওয়া ১০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।  

শুক্রবার বেলা ৩টার দিকে মুন্সীপুর সীমান্তের কাছে স্বর্ণের বারগুলো পাওয়া যায় বলে চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক জানিয়েছেন।

শাহ মো. ইশতিয়াক জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আগে থেকেই সীমান্তের সরদারপাড়া মাঠে অবস্থান নিয়েছিলেন।

“এ সময় একজন চোরাকারবারি তিনটি প্যাকেট হাতে বাংলাদেশ থেকে ভারতের দিকে যাচ্ছিল। সীমান্তের ৯২ নম্বর মেইন পিলারের ১০ সাব পিলারের কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। তখন লোকটি হাতে থাকা তিনটি প্যাকেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।”

ইশতিয়াক জানান, বিজিবি সদস্যরা ফেলে যাওয়া প্যাকেট জব্দ করেন। তার ভেতর থেকে এক কেজি ১০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেন। এ ব্যাপারে দামুড়হুদা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।