ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়ন এবং দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে দুজনের মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে।
Published : 15 Jun 2023, 05:52 PM
সুনামগঞ্জে আলাদা স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ছাতকের নোয়ারাই ইউনিয়ন ও দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন ছাতক ও দোয়রাবাজার থানার ওসি।
নিহতরা হলেন, নোয়ারাই ইউনিয়নের আমির আলী (৪৫) ও লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের ইসমাইল হোসেন (৪২)।
ছাতক থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাও গ্রামের পাশের হাওরে সকালে মাছ ধরতে যান কৃষক আমির আলী। মাছ ধরার সময় বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান, সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কচুয়াবিল হাওরে মাছ ধরতে গিয়েছিলেন এরুয়াখাই গ্রামের ইসমাঈল হোসেন। সেখানে বজ্রপাতে আহত হন তিনি।
সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়; তার মরদেহও পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে বলে ওসি জানান।
প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করা হবে বলেও জানিয়েছেন ওসি।