দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সি ১১ শিশু-কিশোর অংশ নেয়।
Published : 03 Feb 2024, 10:10 PM
শিশু সাংবাদিকতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দিনব্যাপী ফলোআপ কর্মশালা হয়েছে জামালপুরে।
শরিবার জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
কর্মশালা উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এতে সভাপতিত্ব করেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক লুৎফর রহমান।
এতে প্রশিক্ষক ছিলেন হ্যালো বিডির সহ সম্পাদক সৈয়দা মৌ জান্নাত মহুয়া।
অনুষ্ঠানে মোহাম্মদ আবুল হোসেন নিজেদের সাফল্য ও সমস্যার নানাদিক সততা ও নিষ্ঠার সঙ্গে তুলে ধরার জন্য শিশু সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বিশেষ করে শিশুশ্রম, বাল্যবিয়ে ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব নিয়ে শিশু সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
দিনব্যাপী ফলোআপ কর্মশালায় জামালপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সি ১১ শিশু-কিশোর অংশ নেয়।