ঘরের পেছনে ডাল কাটতে একটি গাব গাছে ওঠেন বেল্লাল মৃধা।
Published : 30 Nov 2023, 10:55 AM
বরিশালের উজিরপুর উপজেলায় ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য কেশবকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মো. বেল্লাল মৃধা (৪৮) উপজেলার ওটরা ইউনিয়নের মধ্য কেশবকাঠী গ্রামের সাবেক ইউপি সদস্য মো. হারুন মৃধার ছেলে।
স্থানীয় বাসিন্দা নান্না হাওলাদার বলেন, বেল্লাল বাড়ির সামনে দোকান দিয়ে ব্যবসা করতেন। বিকাল ৩টার দিকে ঘরের পেছনে ডাল কাটতে একটি গাব গাছে ওঠেন তিনি। এ সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। বেল্লালকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেল্লালকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান চিকিৎসক রাখাল বিশ্বাস।
উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল আহসান বলেন, এখন পর্যন্ত বিষয়টি কেউ জানায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]