পরে তিনি কল্পিত ডাকাতদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুললেও ধরা পড়েন।
খুলনা শহরে বাইসাইকেলে ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আব্দুল জলিল (৬০) শহরের সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে শহরের জিরো পয়েন্ট এলাকায় তিনি মারা যান বলে হরিণটানা থানার ওসি মো. এমদাদুল হক জানান।
ওসি প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, আব্দুল জলিল সাইকেল চালিয়ে জিরো পয়েন্টের দিকে আসছিলেন। পথে সামনে থেকে আসা ট্রাকটি তাকে চাপা দেয়। এতে জলিল ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি বলে জানান ওসি। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।