সাভারে আগুনে প্লাস্টিকের গুদাম ভস্মীভূত

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2023, 04:02 PM
Updated : 17 March 2023, 04:02 PM

ঢাকার সাভারে পুরাতন প্লাস্টিক সামগ্রীর একটি গুদাম পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার দুপুরে ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে বলে সাভার ট্যানারি ফায়ার স্টেশনের দলনেতা মনোয়ার হোসেন জানিয়েছে। 

মনোয়ার হোসেন বলেন, দুপুর আনুমানিক ১টায় টিনসেড গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুন বাইরে মজুদ করে রাখা প্লাস্টিক ও প্লাস্টিক সামগ্রীতে ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে পরে সাভার ট্যানারি, মোহাম্মদপুর ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনের তাপে আশপাশের বড় বড় বিভিন্ন প্রজাতির গাছ ঝলসে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের দলনেতা মনোয়ার হোসেন। 

খবর পেয়ে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।