যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারা ইউনিয়নে হাড়িয়াদহে ফুলের রাজ্যে হয়ে গেল চার দিনের উৎসব। বুধবার থেকে শুরু হয়ে শনিবার শেষ হওয়া এ উৎসবে এসেছিলেন হাজারো ফুলপ্রেমী মানুষ। বৈচিত্র্যময় এই ফুলের রাজ্যকে দেশ এবং বিশ্বের কাছে তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। এখন গদখালি ইউনিয়নজুড়ে বিস্তীর্ণ মাঠে দোল খাচ্ছে জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, রজনিগন্ধা, হলুদ গাঁদা ও চন্দ্রমল্লিকাসহ প্রায় ১১ ধরনের ফুল। বাতাসে ফুটন্ত ফুলের সুবাস ছড়িয়ে যাচ্ছে চারিদিকে।
Published : 03 Feb 2024, 10:55 PM