গাজীপুরে গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’, স্বামী পলাতক

স্ত্রীকে হত্যার পর চার বছরের মেয়েকে নিয়ে হৃদয় পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2023, 10:29 AM
Updated : 18 May 2023, 10:29 AM

গাজীপুরের শ্রীপুরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর চার বছরের সন্তানকে নিয়ে পালিয়েছেন নিহতের স্বামী।

বৃহস্পতিবার সকালে উপজেলার চকপাড়ার সলিংমোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মিন্টু মিয়া জানান।

নিহত ২০ বছর বয়সী নাসরিন আক্তার ওই এলাকার মো. মজনু মিয়ার মেয়ে। পলাতক ২৫ বছর বয়সি মো. হৃদয় মিয়া গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার মজলিশপুর এলাকার আলিমুল হাজীর ছেলে।

স্থানীয়দের বরাতে এসআই মো. মিন্টু মিয়া বলেন, “প্রায় ছয় বছর আগে হৃদয়ের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। কয়েক মাস ধরে নাসরিন তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন।

“বৃহস্পতিবার সকালে ঘরের ভেতর নাসরিনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। এ সময় ঘরে নিহতের স্বামী ও চার বছরের মেয়েকে পাওয়া যায়নি।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এসআই মিন্টু মিয়া বলেন, “হৃদয় নাসরিনকে শ্বাসরোধে হত্যা করে সন্তানকে নিয়ে পালিয়ে যায় ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।