২০১৫ সালের ১১ অগাস্ট ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশে খেতে ফেলে রাখা হয় বলে জানান এপিপি।
Published : 23 Apr 2024, 07:52 PM
কুমিল্লার চান্দিনা উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক নারীকে হত্যার দায়ে এক রং মিস্ত্রিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফরোজা শিউলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মো. নেয়ামত উল্যাহ চৌধুরী।
মৃত্যুদণ্ড পাওয়া মো. মুকবুল হোসেন (৩৫) উপজেলার রানীচড়া (নয়াকান্দি) গ্রামের প্রয়াত মনু মিয়ার ছেলে। তিনি রং মিস্ত্রির কাজ করেন।
নিহত শারীরিক প্রতিবন্ধী গুলশান আরা (২৫) ওই গ্রামের মো. শরীফ মিয়ার মেয়ে।
মামলার বরাতে এপিপি নেয়ামত উল্যাহ বলেন, ২০১৫ সালের ১১ অগাস্ট সন্ধ্যা ৭টায় গুলশান আরা চা আনার জন্য দোকানে গিয়ে আর ফেরেননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ধৈঞ্চা খেতে তার মরদেহ পায় স্বজনরা।
ঘটনার পরদিন অজ্ঞাত পরিচয়দের আসামি করে গুলশান আরার বাবা চান্দিনা থানায় মামলা করেন বলে জানান তিনি।
মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়, গুলশান আরার সঙ্গে মুকবুল হোসেনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এক পর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। পরে গুলশান বিয়ের কথা বললে মুকবুল তা প্রত্যাখান করেন।
ঘটনাটি ধামাচাপা দিতে মুকবুল গুলশান আরাকে ধৈঞ্চা খেতে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী নেয়ামত উল্যাহ।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান এপিপি।
রায়ে সন্তোষ প্রকাশ করে নেয়ামত উল্যাহ বলেন, “আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।”