রাজবাড়ীতে চার বছরের শিশুকে হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন

২০১০ সালের ১০ অগাস্ট সতীনের সঙ্গে ঝগড়ার জেরে আসামি শিশুটিকে কীটনাশক খাইয়ে হত্যা করেন বলে জানান পিপি।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2024, 02:17 PM
Updated : 20 March 2024, 02:17 PM

রাজবাড়ীর পাংশা উপজেলায় চার বছরের এক শিশুকে কীটনাশক খাইয়ে হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার বিকালে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ।
দণ্ড পাওয়া আকলিমা আক্তার (৩৫) পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহ মীরপুর এলাকার হযরত আলীর স্ত্রী। 

মামলার বরাতে পিপি উজির আলী জানান, ২০১০ সালের ১০ অগাস্ট সকালে সতীনের সঙ্গে ঝগড়া হয় আকলিমার। এ ঘটনার জেরে সতীনের চার বছর বয়সি ছেলে রিপনকে কীটনাশক খাইয়ে হত্যা করেন তিনি।

এ ঘটনায় শিশুটির বাবা হযরত আলী পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ আকলিমাকে গ্রেপ্তার করে।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি উজির আলী। 

এ রায়ের মধ্য দিয়ে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।