আদালত দুজনকে যাবজ্জীবনের পাশাপাশি ৩০ হাজার টাকা করে জরিমানা করেছে।
Published : 30 Jan 2024, 08:48 AM
বরিশালে দুই শিশুকে ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফয়েজুল হক ফয়েজ।
দণ্ডিতরা হলেন- বরিশালের আগৈলঝাড়া উপজেলার রজত হালদার (৩৬) এবং উজিরপুর উপজেলার আবুল হোসেন বালী (৪৫)।
মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির বলেন, ২০১২ সালের ৫ জুন আগৈলঝাড়ার ১১ বছর বয়সী এক কন্যাশিশু মাঠে গরু চড়াতে যায়। তখন রজত হালদার শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে।
এ ঘটনায় মামলা হলে তদন্ত কর্মকর্তা এসআই ইদ্রিস আলী রজতের বিরুদ্ধে ওই বছরের ৪ অগাস্ট আদালতে অভিযোগপত্র দেন। মামলায় সাতজন সাক্ষ্য দিয়েছেন।
অপরদিকে ২০১৩ সালের ৯ এপ্রিল উজিরপুরের নয় বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করেন আবুল হোসেন বালী। এ ঘটনায় শিশুর বাবা মামলা করলে তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির একই বছরের ২৩ জুন আবুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় চারজন সাক্ষ্য দিয়েছেন।
পিপি ফয়েজ বলেন, আদালত দুজনকে যাবজ্জীবনের পাশাপাশি ৩০ হাজার টাকা করে জরিমানা করেছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]