পটুয়াখালীতে ক্ষেতে পড়েছিল গৃহবধূর লাশ, স্বামী-সতীন আটক

শেষ রাতে কোনো এক সময় গৃহবধূকে হত্যা করে ক্ষেতে ফেলে যাওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2023, 01:04 PM
Updated : 29 April 2023, 01:04 PM

পটুয়াখালীর দশমিনায় ক্ষেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী-সতীনসহ তিনজনকে আটক করা হয়েছে। 

শনিবার সকালে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শরিফকান্দা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান জানান। 

তিন সন্তানের জননী ৩৫ বছর বয়সি লাইলী বেগম পাতার চর গ্রামের শামছুল হক সরদারের মেয়ে। 

আটকরা হলেন- নিহতের স্বামী ফোরকান সিকদার ও তার দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম এবং ফোরকানের চাচাত ভাই মঙ্গল সিকদার। 

লাইলী বেগমের ভাই মোক্তার সরদার সাংবাদিকদের অভিযোগ করে বলেন, “শুক্রবার রাতে দুলাভাই ফোরকান নদীতে মাছ শিকার করতে যান। 

“রাত ১টার পরে ফিরে তিনি ও তার দ্বিতীয় স্ত্রী মমতাজ পরিকল্পনা করে আমার বোনকে হত্যা করে ক্ষেতে ফেলে গেছে। আমি এ ঘটনার বিচার চাই।” 

স্থানীয়দের বরাতে ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে মুগডাল তুলতে গিয়ে এক নারীর মরদেহ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। 

পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে সুরাহতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

পুলিশ জানায়, শেষ রাতে কোনো এক সময় ওই নারীকে হত্যা করে ক্ষেতে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

ওসি আরও জানান, নিহতের ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ফোরকান ও তার দ্বিতীয় স্ত্রী মমতাজ এবং মঙ্গলকে আটক করা হয়েছে। 

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি মেহেদী জানান।