যে সব রোগী হাসপাতালে এসেছেন তাদেরকে জলাতঙ্ক রোগের প্রতিশোধক টিকা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 26 Jan 2024, 05:56 PM
মাদারীপুরের কালকিনি উপজেলায় কুকুরের কামড়ে শিশু-নারীসহ প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন।
রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার আলীনগর ইউনিয়নে কুকুরের কামড়ে আহত ৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহমুদ জানান।
তিনি বলেন, কুকুরের কামড়ের যে সব রোগী হাসপাতালে এসেছেন তাদেরকে জলাতঙ্ক রোগের প্রতিশোধক টিকা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশ রোগীর পায়ে কামড় দিয়ে মাংস ছিড়ে ফেলেছে। এদের মধ্যে প্রায় ২০ শিশু রয়েছে।
এ ছাড়া কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
এই বিষয়ে কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, “কুকুরের কামড়ে কিছু লোক আহত হওয়ার খবর পেয়েছি। কুকুরটির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।“
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]