কুমিল্লায় মহাসড়কে পড়েছিল ২ শ্রমিকের লাশ

পেশায় পাইপ ফিল্টারের মিস্ত্রি ফরিদ ও জাহাঙ্গীর সকালে কাজের জন্য বের হয়েছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2023, 07:58 AM
Updated : 19 Jan 2023, 07:58 AM

কুমিল্লার লালমাই উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার বড় ধর্মপুর এলাকায় মহাসড়ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন লালমাই হাইওয়ে থানার ওসি মোর্শেদুল আলম ভূঁইয়া।

নিহতরা হলেন, ফরিদ মিয়া (৫০) ও জাহাঙ্গীর হোসেন (৪৭)। তাদের বাড়ি জেলার বরুড়া উপজেলার দীঘলগাঁও গ্রামে। তারা দুজনই পেশায় পাইপ ফিল্টারের মিস্ত্রি ছিলেন।

ওসি মোর্শেদুল বলেন, বৃহস্পতিবার সকালে সড়কে মরদেহ দুটো পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়। মরদেহ দেখে মনে হয়েছে- অজ্ঞাত কোনো গাড়ি তাদের চাপা দিয়েছে। তাদের দুজনেরই নাড়ি-ভুড়ি বের হয়ে গেছে। শরীর থেতলে গেছে।

নিহতদের পরিবারের বরাতে ওসি জানান, ফরিদ ও জাহাঙ্গীর সকালে কাজের জন্য বের হয়েছিলেন।

দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।