বিয়ের প্রলোভন দেখিয়ে ‘ধর্ষণ’ এবং পরে‘গর্ভপাতে বাধ্য করা’র অভিযোগ করা হয়েছে মামলায়।
Published : 09 Oct 2023, 01:03 AM
এক কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং গর্ভপাতে বাধ্য করার অভিযোগে ঢাকার মোহাম্মদপুর থানায় মামলা হওয়ার পর ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে ঢাকার পীরেরবাগ এলাকার একটি বাসা থেকে শাহজাহান ভূঁইয়া ওরফে শামীম নামের ৩৪ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শামীম ছাত্রলীগের গত কেন্দ্রীয় কমিটিতে ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে।
মোহাম্মদপুর থানার এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামীমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ছাত্রলীগের পদটি পুলিশের জন্য কোনো গুরুত্ব বহন করে না। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে কে কোথায় আছে, তা দেখার বিষয় নয়।”
মামলার অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একটি বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কলেজ ছাত্রীকে ‘ধর্ষণ’ করেন শামীম। পরে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে ‘গর্ভপাতে বাধ্য করা’ হয়।
এসআই মিজান জানান, ওই ছাত্রীর বাড়ি কুমিল্লায়। সেখানকার একটি কলেজে তিনি পড়েন। তার আগে বিয়ে হয়েছিল।
ওই ছাত্রী অভিযোগ করেছেন, শামীমের সাথে ফেইসবুকে পরিচয় হওয়ার পর ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে একটি কোর্স করানোর নাম করে তাকে ঢাকায় এনে ‘স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে’ মোহাম্মদপুর ঢাকা উদ্যানের একটি বাসা ভাড়া নেয় শামীম।
সেখানে শামীম নিয়মিত আসা-যাওয়া করত।
ওই বাসায় আসা যাওয়ার সুবাদে একদিন শামীম তাকে ‘ধর্ষণ’ করেন এবং পরে সেই ধারা চলতে থাকলে ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়েন। পরে শামীম ‘ওষুধ খাইয়ে’ গর্ভপাত ঘটান বলে ছাত্রীর অভিযোগ।
এসআই মিজান জানান, গত ২৯ সেপ্টেম্বর মামলা হওয়ার পর রোববার শামীমকে গ্রেপ্তার করা হয়।