মাদারীপুরে ‘দুদক কমিশনার পরিচয়ে অর্থ আদায়’, গ্রেপ্তার ২

দুদকের মামলার ভয় দেখিয়ে তারা শতাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেন বলে এসপি মাসুদ আলম জানান।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 03:54 PM
Updated : 7 March 2023, 03:54 PM

মাদারীপুরে দুদকের কমিশনার পরিচয়ে শতাধিক ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকালে রাজৈর উপজেলার মধ্যলুন্দি গ্রাম থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম নিজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।

গ্রেপ্তাররা হলেন মধ্যলুন্দি গ্রামের শামসুল হক মিয়ার ছেলে আনিসুর রহমান বাবুল (৩৫) ও জয়নাল মিয়ার ছেলে হাসিবুল মিয়া (৪২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার দুই ‘প্রতারক’ দেশের বিভিন্ন জেলার ঠিকানায় মোবাইল ফোনের সিম সংগ্রহ করে দুদকের কমিশনার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

মিথ্যা অভিযোগ তৈরি করে দুদকের মামলার ভয় দেখিয়ে তারা শতাধিক সরকারি, বেসরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেন বলে এসপি মাসুদ জানান।

তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও সাতটি বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সিম কার্ড, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের মোবাইল নম্বর, ওই কর্মকর্তাদের পরিচিতি সম্বলিত কাগজ ও ‘প্রতারণার মাধ্যমে আদায় করা’ ১ লাখ ৫ হাজার টাকা জব্দ করা হয় বলেও তিনি জানান।

এ দুই ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।