নাটোরে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতা আটক

একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন এবং প্রায় সাড়ে তিন হাজার টাকাও জব্দ করেছে র‌্যাব।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2022, 07:26 AM
Updated : 12 Nov 2022, 07:26 AM

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

উপজেলার রাজাপুর বাজার এলাকার নাটোর-পাবনা মহাসড়ক থেকে শনিবার রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান।

গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট উপজেলার বাটালারি মিশন মোড় এলাকার আবুল হোসেনের ছেলে মো. রহিদুল ইসলাম ও সাহেবপাড়া এলাকার সোলেমান আলীর ছেলে হেলপার মো. মুসা সরকার।

ফরহাদ হোসেন বলেন, প্রাইভেটকারের ইঞ্জিনের নিচে বিশেষ কায়দায় আলাদা চেম্বার তৈরি করে গাঁজা পবিরহন করা হচ্ছিল। গোপন তথ্যে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়; যেগুলোর প্রতি কেজির বাজার মূল্য আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকা। গাড়িটি চালাচ্ছিলেন রহিদুল আর চালকের আসনে ছিলেন মুসা। পরে দুজনকেই গ্রেপ্তার করা হয়।

এছাড়া প্রাইভেটকারসহ দুটি মোবাইল ফোন এবং প্রায় সাড়ে তিন হাজার টাকা জব্দের খবরও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

গ্রেপ্তারদের পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ তিনি বলেন, তারা গাঁজাগুলো সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির জন্য বহন করছিলো বলে স্বীকার করেছে। দীর্ঘসময় ধরেই তারা এ কাজ করে আসছে।

এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে বলে জানান ফরহাদ হোসেন।