মাছটি ১৩ হাজার ২০০ টাকায় কেনেন এক আড়তদার।
Published : 26 Jun 2023, 02:10 PM
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ১২ কেজির একটি বোয়াল মাছ ধরা পড়েছে।
সোমবার সকালে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ট্রলারঘাট মৎস্য আড়ৎ থেকে ১৩ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার ও বয়ড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য সুমন রাজবংশী রাধু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার ভোরে পদ্মা নদীতে শ্যামল হালদার নামের এক জেলের ভেশাল জালে বোয়াল মাছটি আটকা পড়ে।
“আমি আড়তদার হওয়ায় কিছুটা কম দামে মাছটি আমাকে দিয়েছে। খাওয়ার জন্য মাছটি নিয়েছি বলে তেমন দামাদামি করেনি।”
শ্যামল হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মা নদীতে ভেশাল জাল দিয়ে মাছ ধরেন তিনি। বড় মাছ ধরা পড়লে খুব ভালো লাগে। এ মাছটি তিনি আড়তদার সুমন রাজবংশীর কাছে বিক্রি করেছেন।
হরিরামপুর উপজেলার মৎস্য কর্মকর্তা ফরমান আলী বলেন, “পদ্মা নদীতে এখন নিয়মিতই বোয়াল আর পাঙাশ মাছ ধরা পড়ছে। পদ্মার মাছ অনেক সুস্বাদু।”