ভাইয়ের লাশ ভাসছিল ঘেরে, বোনের লাশ তোলা হল জাল দিয়ে

শিশু দুটি মামাতো-ফুফাতো ভাইবোন। স্থানীয়দের ধারণা, গোসল করার জন্য তারা বাড়ির পাশের মাছের ঘেরে নেমেছিল।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2022, 03:52 AM
Updated : 3 August 2022, 03:52 AM

কুমিল্লার বরুড়ায় মাছের ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামের ওই ঘের থেকে মঙ্গলবার সন্ধ্যা এবং রাতে দুই দফায় দুজনের মরদেহ উদ্ধার করা হয় বলে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানিয়েছেন।

দুই শিশুর মধ্যে চার বছরের মো. ইসমাইল হোসেন ওই গ্রামের ইকবাল হোসেনের ছেলে। আর ৬ বছরের রোজা ইসলাম বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে।

তারা দুজন মামাতো-ফুফাতো ভাইবোন। মা শিউলি বেগমের সঙ্গে মঙ্গলবার নানার বাড়িতে বেড়াতে এসেছিল রোজা।

স্থানীয়রা জানান, ইসমাইল ও রোজা খেলাধুলা শেষে বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে যায়। পরে তাদের না দেখে স্বজনরা প্রায় দুই ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেন।

এক পর্যায়ে বাড়ির পাশের ওই মাছের ঘেরের ধারে তাদের জামা-কাপড় দেখতে পান পরিবারের লোকজন। দুই শিশু মাছের ঘেরে পড়ে গেছে ধরে নিয়ে তারা পানিতে নেমে খোঁজ শুরু করেন।

সন্ধ্যার কিছুক্ষণ পর পানিতে ভেসে ওঠে ইসমাইলের লাশ। পরে বেড় জাল দিয়ে আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে পাওয়া যায় রোজার মরদেহ।

ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, “ওরা পানিতে ডুবে মারা গেছে। আরও বিস্তারিত জেনে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”