দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
Published : 07 Dec 2023, 10:28 AM
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চাল বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার মধ্যরাতে উপজেলার মহুগাঁও বটতলী সড়কে এ ঘটনা ঘটে বলে বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান।
ট্রাকের চালকের বরাত দিয়ে পুলিশ জানায়, চাল বোঝাই ট্রাকটি বোচাগঞ্জ থেকে রংপুর যাচ্ছিল। পথে দুর্বত্তরা ট্রাকটি থামাতে চালককে বাধ্য করে। তারপর তারা তাতে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ট্রাকের কেবিন ও ইঞ্জিনসহ সামনের পুরো অংশ পুড়ে যায়।
চালক ও তার সহকারী (হেলপার) আগেই নেমে যাওয়ায় তারা প্রাণে রক্ষা পায়।
এ নিয়ে বিএনপির অবরোধ চলাকালে দিনাজপুরে চারটি ট্রাক ও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।