রাজশাহীতে বাস-ট্রাকে ঝটিকা হামলা

অবরোধের প্রতিবাদে শান্তি মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2023, 10:39 AM
Updated : 8 Nov 2023, 10:39 AM

রাজশাহীতে বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। দূরপাল্লার বাস ছাড়া সব ধরনের যান চলাচল স্বাভাবিক আছে।

এদিন রাজশাহী শহরের রাস্তায় অবরোধের সমর্থনকারীদের কাউকে দেখা যায়নি। তবে দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বানেশ্বরে ঝটিকা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে অবরোধ সমর্থকরা।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “অবরোধ সমর্থকরা ঝটিকা মিছিল থেকে চারটি ট্রাক ও একটি বাস ভাঙচুর করেছে। এর মধ্যে বানেশ্বর খুটিপাড়া মোড়ে চারটি ট্রাক এবং শিবপুর মোড়ে একটি বাস ভাঙচুর করে। ”

খবর পেয়ে পুলিশ যাওয়া আগেই তারা পালিয়ে যায়। তবে ভাঙচুরে কারা ছিল জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে শান্তি মিছিল-সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে রাজশাহী কোর্ট স্টেশন মোড় থেকে শান্তি মিছিল বের করা হয়।

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু।

অপরদিকে, সাহেববাজার জিরো পয়েন্ট থেকে আরেকটি শান্তি মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ আলী কামাল।

এছাড়াও অবরোধের প্রতিবাদে সকালে সাহেববাজার জিরোপয়েন্ট মানববন্ধন করে জেলা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা ও জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভীন।