জামালপুরে ‘নির্যাতনে’ গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

বিদ্যুৎস্পৃষ্টে সীমা মারা গেছেন বলে প্রচার চালায় জুয়েলের পরিবার।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2022, 10:26 AM
Updated : 27 Sept 2022, 10:26 AM

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ; ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।

সোমবার রাতে উপজেলার ডোয়াইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর।

তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সীমা আক্তার (২২) ওই গ্রামের মুদি দোকানি জুয়েল রানার স্ত্রী। তাদের চার মাসের একটি ছেলে সন্তান রয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, জুয়েল এর আগেও একটি বিয়ে করেছিলেন। কিন্তু জুয়েল বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত এমন অভিযোগে প্রথম স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। পরে তিনি চরবালিয়া গ্রামের সুরুজ ভুঁইয়ার মেয়ে সীমা আক্তারকে বিয়ে করেন।

পরিবারের অভিযোগ, বিয়ের পরেও জুয়েলের বিবাহবহির্ভূত সম্পর্ক অব্যাহত থাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ হতো।  এ নিয়ে সোমবার সন্ধ্যায় জুয়েল ও তার পরিবারের লোকজন সীমাকে বেধড়ক মারপিট করে। অবস্থা বেগতিক দেখে তাকে টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনা ধামাচাপা দিতে সীমা বিদ্যুৎস্পৃষ্টে মারা যান বলে জুয়েলের পরিবার প্রচার চালায়। পথে কেন্দুয়া বাজার এলাকায় সীমার পরিবার লাশ দেখতে চাইলে জুয়েল আপত্তি জানায়।

পরে পুলিশ গিয়ে রাতেই লাশ উদ্ধার করে বলে জানান সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর।

তিনি আরও বলেন, ঘটনার পর সীমার স্বামী ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।