“যদি দেশের একজন মানুষকেও আঘাত করে তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।”
Published : 22 Feb 2024, 09:31 AM
বিএনপি-জামায়াত বিভিন্নভাবে দেশে অস্ত্র-গোলাবারুদের রসদ জুগিয়ে ‘কিলিং এজেন্ট’ নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সোমবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাছিম বলেন, “তারা দেশে মানুষ হত্যা করার ষড়যন্ত্র করছে। যদি দেশের একজন মানুষকেও আঘাত করে তাহলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।”
এ সময় যুক্তরাষ্ট্রের উদ্দেশে নাছিম বলেন, “আমাদের স্যাংশনের ভয় দেখিয়ে লাভ নেই। ১৯৭১ সালে সপ্তম নৌ বহর পাঠিয়েও ভয় দেখানো হয়েছিল।
“আমরা বীরের জাতি। ১৯৭১ সালেও আমরা তাদের ভয় করিনি; এখনও ভয় করি না।”
আওয়ামী লীগ নেতা আরও বলেন, “আমরা জনগণের সমর্থন এবং সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেকান্দার আলী শেখের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং রাজৈর পৌর মেয়র নাজমা রশীদ।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]