বগুড়া মেডিকেল থেকে চুরি হওয়া শিশু গাজীপুরে উদ্ধার

গত ৯ নভেম্বর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই নবজাতক চুরি হয়।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2022, 06:14 PM
Updated : 13 Nov 2022, 06:14 PM

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে চুরি হওয়া নবজাতককে চারদিন পর গাজীপুরে পাওয়া গেছে।

রোববার সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় ওই নবজাতককে পাওয়া যায় বলে বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দীকী জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় পড়ে থাকা একটি শিশু পাওয়া যায়। খবর পেয়ে বগুড়া থেকে পুলিশের একটি দল নবজাতকের স্বজনদের নিয়ে রওয়ানা দেয়।

“সেখানে গিয়ে কুড়িয়ে পাওয়া শিশুটি দেখে নিজেদের সন্তান বলে দাবি করেছেন বাবা-মা। পরে ওই নবজাতক শিশুকে নিয়ে পুলিশের টিমটি বগুড়া রওয়ানা দেয়।”

গত বুধবার [৯  নভেম্বর] দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই নবজাতক চুরি হয়।  

নবজাতকের মা ইতি বেগম বগুড়া সদর উপজেলার এরুলিয়া বানদিঘী এলাকার সৈকত হাসানের স্ত্রী।

ওই সময় নবজাতকের স্বজনেরা জানান, সরকারি সহায়তার আশ্বাস দিয়ে চার দিন বয়সী ওই নবজাতককে খালা রোজিনার কাছে থেকে কৌশলে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত এক নারী।