একটি দস্যুতা মামলায় আমান দুই নম্বর আসামি।
Published : 04 Feb 2024, 01:41 AM
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় দুই পুলিশ সদস্যকে পিটিয়ে হাতকড়া নিয়ে পালিয়েছে এক আসামি।
মঙ্গলবার দুপুরে পৌরসভার উত্তরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে বলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন জানান।
আহতরা হলেন- কালীগঞ্জ থানার এসআই আব্দুল আলীম এবং এএসআই শাখাওয়াত হোসেন।
তারা দস্যুতার মামলার আসামি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও এলাকার আমান আলীকে (৪০) গ্রেপ্তার করতে গিয়েছিলেন।
পুলিশ জানায়, সকাল ১১টার দিকে পুলিশ আমান আলীকে ধরতে তার বাড়িতে যায়। এ সময় আসামি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। তবে তারা আসামিকে ধরে হাতকড়া পরাতে সক্ষম হন। পরে সেখানে অবস্থানকালেই আসামি আমান আলী হাতকড়া নিয়েই পালিয়ে যায়।
আহত এসআই আব্দুল আলীম বলেন, “একটি দস্যুতা মামলায় আমান দুই নম্বর আসামি। তাকে গ্রেপ্তার করতে গেলে আমাদের ওপর হামলা চালায়। আমরা হাসপাতালে চিকিৎসা নিয়েছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শহিদুল ইসলাম বলেন, “দুপুর সাড়ে ১২টায় দুই পুলিশ সদস্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]