গাজীপুরে মাদক মামলায় কারারক্ষী ও বন্দির কারাদণ্ড

২০১৭ সালে ২১ সেপ্টেম্বর বন্দি শহিদুলের দেহ তল্লাশি করে ১০০ ইয়াবা পায় কারারক্ষীরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2024, 08:32 PM
Updated : 3 Feb 2024, 08:32 PM

মাদক রাখার দায়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী এবং বন্দিকে কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ মোসাম্মাৎ রেহেনা আক্তার এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সহকারী সরকারি কৌঁসুলির (এপিপি) ফরিদা ইয়াসমিন জানান।

পাঁচ বছরের দণ্ডিত আজিজার রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার পোড়ানগরী ছয়ঘরিয়া এলাকার বাসিন্দা। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

এক বছরের দণ্ডিত শহিদুল ইসলাম ঢাকার আশুলিয়া থানার গণকপাড়া এলাকার বাসিন্দা। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর বন্দি ছিলেন। তিনি জামিন নিয়ে পলাতক।

মামলার বরাতে এপিপি বলেন, ২০১৭ সালে ২১ সেপ্টেম্বর বন্দি শহিদুলের দেহ তল্লাশি করে ১০০ ইয়াবা পায় কারারক্ষীরা।

“পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কারারক্ষী আজিজারের কাছ থেকে তিনি ওই ইয়াবা পেয়েছেন। আজিজার রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং কারা কমপ্লেক্সের ভেতরে তার বাসায় তল্লাশি চালিয়ে আরও ৬০০ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।

২০১৮ সালের ৪ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

আইনজীবী আরও বলেন, রায়ে আদালত আজিজারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আরেক ধারায় তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা; অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

অন্যদিকে আদালত শহিদুলকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা; অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]