৫০ হাজার ইয়াবা জব্দের মামলায় দুইজনের ১৫ বছরের কারাদণ্ড

যাবজ্জীবনের পাশাপাশি তাদেরকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2024, 03:34 PM
Updated : 18 March 2024, 03:34 PM

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ৫০ হাজার ইয়াবা জব্দের মামলায় দুইজনকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। 

কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত। জরিমানার টাকা পরিশোধ না করলে আরও ৬ মাস কারাভোগ করতে হবে তাদেরকে। 

ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক বিচারক আসিফ ইকবাল সোমবার এই রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। 

কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- কক্সবাজারের টেকনাফের হোছন আহমদের ছেলে গাড়িচালক সাদেক হোসেন এবং একই এলাকার সিরাজুল হকের ছেলে আব্দুল মান্নান ওরফে মনু। 

এদের মধ্যে সাদেক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।   

রায় ঘোষণার আগে মান্নানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। 

রায় থেকে জানা যায়, ২০১৮ সালের ২২ জানুয়ারি রাত পৌনে ১০টার দিকে খিলক্ষেত থানার কুড়াতলী ৩০০ ফিট রাস্তায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা জব্দ করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। 

ওইদিনই সিটিটিসির ফেক কারেন্সি নোট টিমের উপ-পরিদর্শক এছকেন্দার আলী খিলক্ষরত থানায় মামলা দায়ের করেন। 

একই বছরের ২৫ ফেব্রুয়ারি একই সংস্থার উপ-পরিদর্শক নৃপেন কুমার ভৌমিক দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। 

বিচার চলাকালে ১৭ জন সাক্ষীর মধ্যে পাঁচজন আদালতে সাক্ষ্য প্রদান করেন।