পঞ্চগড়ে বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু

এ ঘটনায় প্রতিবাদ করে বিএসএফকে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে আহ্বান জানিয়েছে বিজিবি।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2023, 05:26 AM
Updated : 22 May 2023, 05:26 AM

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে নুড়ি সংগ্রহ করার সময় বিএসএফের গুলিতে আহত যুবকের মৃত্যু হয়েছে।

রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে নিহতের চাচা ও সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান।

নিহত পলাশ হোসেন (৩৫) তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বগুলাহাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এর আগে ওইদিন দুপুরে নিজ গ্রামের একটি নদীতে নুড়ি সংগ্রহ করতে গিয়ে পলাশ গুলিবিদ্ধ হন বলে বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান জানিয়েছিলেন।

তাকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

স্থানীয়দের বরাত দিয়ে লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান বলেন, রোববার দুপুরে বগুলাহাটি এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের করতোয়া নদীতে কয়েকজন স্থানীয় পাথর শ্রমিকের সঙ্গে নুড়ি সংগ্রহ করছিলেন পলাশ।

“এ সময় ভারতের বিএসএফের টহল টিম নদীর ওপারের চা বাগান থেকে পাথর শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি পলাশের পেটের বাম পাশে লাগলে তিনি নদীতে পড়ে যান। তখন অন্য পাথরশ্রমিকরা পালিয়ে যান।”

পরে কয়েকজন শ্রমিক আবার ফিরে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান তিনি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান জানিয়েছিলেন, আহতের পেটের বাঁ পাশে একটি ক্ষত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তার পেটে গুলি লাগে। ভুঁড়ির কিছু অংশ ক্ষত দিয়ে বের হয়ে এসেছে।”

পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে বিজিবির ওই কর্মকর্তা জানান।