বগুড়ায় পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, মালিকসহ দগ্ধ ৪

ট্যাংক লরি থেকে তেল বের করার সময় আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2024, 03:05 PM
Updated : 12 March 2024, 03:05 PM

বগুড়ার ধুনট উপজেলায় একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে; এতে মালিক ও কর্মচারীসহ চার জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলায় নিমগাছী ইউনিয়নের নিমগাছী তিনমাথা মোড় এলাকায় ‘নীরব ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে বলে ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার হামিদুল ইসলাম জানান।

আগুনে দগ্ধ ওই পাম্পের মালিক নীরব, তার স্ত্রী, ভাই ও এক কর্মচারীকে বগুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় জানা যায়নি।

নিমগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন জানান, বাঘাবাড়ি এলাকার বাসিন্দা নীরব তিন বছর আগে জমি ক্রয় করে সেখানে ফিলিং স্টেশন স্থাপন করেন। মঙ্গলবার বিকালে হঠাৎ সেখানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের হামিদুল ইসলাম বলেন, ধুনট ও বগুড়ার গাবতলি ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

একটি ট্যাংক লরি থেকে তেল বের করার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

তবে ওই পেট্রোল পাম্পের অনুমোদন ছিল কি-না সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।