এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
Published : 11 Feb 2024, 03:56 PM
তিন শ্রমিক তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। এসময় রড লাগাতে গেলে সেটি উপরে বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি; চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে সোমবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে বলে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান।
নিহতরা হলেন- উপজোলার সদর ইউনিয়নের নিজসরাইল গ্রামের লোকমান মিয়া (২৯) ও আমজাদ (১৮) এবং জিলুকদার পাড়া গ্রামের শরীফ (১৫)। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)