Published : 16 Nov 2022, 01:35 PM
বরিশালে নারীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশের এক এসআইকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার বরখাস্ত এসআই মেহেদী হাসানকে এক নারীর দায়ের করা মামলায় মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় বলে এসআই আরাফাত হাসান জানান।
এর আগে মেহেদি হাসানকে পর্যটকদের আটকে ঘুষ নেওয়ার অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
এসআই আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক নারীর আপত্তিকর ছবি দিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জিম্মি করা এবং তার কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগে এসআই মেহেদীকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।