ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাপ্পিকে গ্রেপ্তার করে র্যাব।
Published : 27 May 2023, 03:20 PM
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে ১১ হাজার ১২৫টি ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সকালে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ৩৭ বছর বয়সী আব্দুল্লাহ হেল বাপ্পি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পার কেজিপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন খবর পেয়ে শুক্রবার রাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র্যাব। এ সময় সন্দেহভাজন যাত্রী বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা ১১ হাজার ১২৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাপ্পির বিরুদ্ধে কামারখন্দ থানায় মামলা দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে র্যাব জানায়।