বঙ্গবন্ধুর সমাধিতে গাইবান্ধা-৫ আসনের নবনির্বাচিত সাংসদের শ্রদ্ধা

গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের পুনর্ভোটে জয় পান রিপন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2023, 08:51 AM
Updated : 14 Jan 2023, 08:51 AM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নবনির্বাচিত সাং সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সাফল্য কামনায় প্রার্থনা করা হয়। পরে নবনির্বাচিত সাংসদ সমাধি কমপ্লেক্সের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছিল আরেফিন টিটু, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, সহ-সভাপতি নুরুল আমিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের পুনর্ভোটে জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হোসেন রিপন।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৭৮ হাজার ২৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু পেয়েছেন ৪৪ হাজার ৯৫০ ভোট।

এর ফলে ৩৩ হাজার ৩২৬ ভোটে জয় নিয়ে সংসদে বসতে যাচ্ছেন ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন। সংগঠনটির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হচ্ছেন।