পুলিশ জানায়, মাহেন্দ্রটি বরিশাল-ঢাকা মহাসড়কের বেজহার এলাকার পৌঁছলে বরিশালগামী একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
Published : 15 Oct 2022, 04:40 PM
বরিশালের গৌরনদী উপজেলায় বাসের ধাক্কায় মাহেন্দ্র যাত্রী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বেজহারে বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন জানান।
নিহত সুনীল দেউরি (৭০) উপজেলার মাহিলারা ইউনিয়নের বাঘার গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাজারে বাঁশের তৈরি বিভিন্ন আসবাব বিক্রি করতেন।
আহতদের মধ্যে মাহেন্দ্র চালক এরশাদ হাওলাদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অন্য দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় অন্তরা পরিবহনের বাসটিসহ চালক সজিব (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
স্থানীয়দের বরাত দিয়ে একই থানার এএসআই মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি মাহেন্দ্র গৌরনদী থেকে যাত্রী নিয়ে মাহিলারার দিকে যাচ্ছিল। মাহেন্দ্রটি বরিশাল-ঢাকা মহাসড়কের বেজহার এলাকার পৌঁছলে বরিশালগামী অন্তরা পরিবহনের একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রর পেছনের আসনে থাকা সুনীল দেউরী ঘটনাস্থলেই মারা যান।
এ সময় মাহেন্দ্র থেকে ছিটকে পড়ে এর চালকসহ তিনজন আহত হন।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে এএসআই মামুন জানান।