কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে ‘হত্যা’, আটক স্বামী

ঝগড়ার সময় স্ত্রী তার গায়ে হাত তোলায় ক্ষিপ্ত হন, দাবি স্বামীর

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 07:59 AM
Updated : 16 August 2022, 12:41 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে শিল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রিজাউল হক দিপু জানান, পাগলার মধ্যরসুলপুর এলাকার ভাড়া বাড়ি থেকে মঙ্গলবার সকালে মো. রুবেলকে আটক করেন তারা।

নিহত ফারজানা বেগম (২৭) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চরভোতা গ্রামের মৃত নূর নবীর মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ছয়টার দিকে ফারজানাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন৷ তার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছে। “

ফারজানার বাসচালক স্বামী রুবেল লক্ষ্মীপুর জেলার উত্তর চরমার্টিনের মো. হাসানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাতে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা বলেন, “তিন-চার মাস আগে ফারজানা ও রুবেলের বিয়ে হয়৷ বিয়ের পর থেকে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো৷ সোমবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়৷ এ সময় ফারজানার দুই ভাই ওই বাসায় ছিলেন৷

“রাতের কলহের জেরে ক্ষিপ্ত হয়ে রুবেল ভোর ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে শিল দিয়ে আঘাত করে হত্যা করেন৷”

খবর পেয়ে পুলিশ গিয়ে রুবেলকে আটক এবং রক্তমাখা পাথরের শিল জব্দ করে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

রুবেলের বরাতে পরিদর্শক মাসুদ বলেন, আগের রাতে ঝগড়ার সময় দুই ভাইয়ের সামনে স্ত্রী তার গায়ে হাত তোলেন৷ এতে ক্ষিপ্ত হয়ে তিনি তাকে খুন করেন।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি রিজাউল জানিয়েছেন।