অবরোধ চলাকালে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়; দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
লক্ষ্মীপুরে ট্রাফিক আইন নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য ১০০ নেতাকর্মীর মধ্যে হেলমেট বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।
রোববার সকাল ১১টার দিকে জেলা ছাত্রলীগের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে মোটরসাইকেলের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও আরোহীদের হেলমেট ব্যবহারে জোরালো আহ্বান জানিয়েছেন অতিথিরা।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব ও যুবলীগ নেতা রাকিব হোসেন লোটাস।