তাদের মধ্যে ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মানিকগঞ্জে সম্প্রতি চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জনিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর সদর উপজেলার জহিরুল ইসলাম (২৭), নূর মোহাম্মদ (২৮) ও মহিদ মোল্লা (২৫)।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা জানান, সম্প্রতি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে নেমে পুলিশ জহিরুলকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অপর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি মোটরসাইকেল ও তিনটি চাবি উদ্ধার করা হয়েছে।
চোর চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ভাস্কর সাহা।