গলাকাটা অবস্থায় উদ্ধার নারীর মৃত্যু হাসপাতালে, পুলিশের সন্দেহে স্বামী

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মাসুদ রানা পলাতক রয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2023, 06:06 AM
Updated : 29 Jan 2023, 06:06 AM

গাজীপুরের কোনাবাড়িতে এক নারী শ্রমিককে গলাকেটে হত্যা করা হয়েছে; এ ঘটনায় তার স্বামী জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার ভোর ৪টায় নগরীর বাইমাইল এলাকার আলাউদ্দিন মিয়ার ভাড়া বাড়ি থেকে ওই নারীকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে মৃত্যু হয়।

নিহত ৩০ বছর বয়সী আরজিনা এলাইচ লিজা টাঙ্গাইলের গোপালপুর থানার আলমনগর এলাকার মো. মাসুদ রানার স্ত্রী এবং একই এলাকার আনছার আলীর মেয়ে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, মাসুদ রঙ মিস্ত্রী ও লিজা স্থানীয় তুষুকা নামের পোশাক কারখানায় চাকরি করতেন। মাসুদ পেশায় রঙ মিস্ত্রী হলেও বেশিরভাগ সময়ই তিনি বেকার থাকতেন।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন সময় ঝগড়া হতো। রোববার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে তারা একই ঘরে ঘুমাতে যান। ভোর ৪ টার দিকে মাসুদের ঘর থেকে চিৎকার ও গোঙানির শব্দ শুনে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন সেখানে ছুটে গিয়ে ঘরের মধ্যে লিজাকে ছটফট করতে দেখেন।

পরে লিজাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কোনাবাড়ির একটি হাসপাতালে নিয়ে যান তারা।

সেখানে শারীরিক অবস্থার অবনতি তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লিজাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মাসুদ রানা পলাতক রয়েছে।

“ধারণা করা হচ্ছে, কোনো কারণে মাসুদই তার স্ত্রীকে গলাকেটে হত্যার পর পালিয়ে গেছে।”

নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।