চুয়াডাঙ্গায় কৃষক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জমির বিরোধে ১৯৯৩ সালে এ হত্যাকাণ্ড ঘটে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2022, 07:47 AM
Updated : 1 Dec 2022, 07:47 AM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সুনীল কুমার দাস নামের এক কৃষক হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- আলমডাঙ্গার রায়লক্ষ্মীপুর গ্রামের কালু ফকিরের ছেলে সুলতান হোসেন (৫৫), লালু মণ্ডলের ছেলে লিয়াকত আলী (৫৮) ও লাল্টু সর্দারের ছেলে শওকত আলী (৬০)।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াসউদ্দিন মামলার বরাতে জানান, জমি নিয়ে বিরোধের জেরে ১৯৯৩ সালের ৯ ডিসেম্বর রাতে ১৫-১৬ জন ব্যক্তি সুনীল কুমার দাসের বাড়িতে ঢুকে চাদর দিয়ে তার দুহাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

ঘটনার পরদিন নিহতের ভাই অনিল কুমার অজ্ঞাত পরিচয় আসামিদের নামে থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।