লক্ষ্মীপুরে স্বামী হত্যার দায়ে যাবজ্জীবন

ঝগড়ার একপর্যায়ে দিলু ক্ষিপ্ত হয়ে মোহনের গলায় ওড়না পেঁচিয়ে এই হত্যাকাণ্ড ঘটান বলে জানান পিপি।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2023, 11:35 AM
Updated : 11 April 2023, 11:35 AM

লক্ষ্মীপুরের সদর উপজেলায় স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন। 

দণ্ডিত দিলু বেগম (৪০) ফেনী সদর উপজেলার চণ্ডিপুর গ্রামের বাসিন্দা আবুল খালেকের মেয়ে। 

মামলার বরাত দিয়ে আইনজীবী জসিম উদ্দিন জানান, সদর উপজেলার কালিদাসের বাগ এলাকার আলী মোহন কাজের সুবাধে ফেনীতে থাকতেন। তিনি নেশায় আসক্ত ছিলেন। এ নিয়ে স্ত্রী দিলুর সঙ্গে তার প্রায় ঝগড়া হতো।

২০১১ সালের ৩০ মার্চ রাতে মোহন ফেনী থেকে বাড়িতে আসেন। ওই রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে দিলু ক্ষিপ্ত হয়ে মোহনের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। 

পরদিন মোহনের মা জাহানারা বেগম বাদী হয়ে ছেলের বউকে আসামি করে সদর থানায় মামলা করেন।  

মামলাটি তদন্ত করেন সদর থানার এসআই আবদুল জলিল। তিনি দিলু বেগমকে অভিযুক্ত করে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে তদন্তের প্রতিবেদন দেন। এরপর আদালত এ রায় দেয়। 

মামলার রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।