ভারতে সাজা খেটে দেশে ফিরল শিশুসহ ৫০ জন

পুলিশ জানায়, তিনটি এনজিওর সাহায্যে ফেরত আসাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যাওয়া হবে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2023, 03:32 PM
Updated : 1 June 2023, 03:32 PM

ভালো কাজের আশায় ও বেড়াতে অবৈধ পথে ভারত গিয়ে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা খেটে দেশে ফিরল শিশুসহ ৫০ বাংলাদেশি। 

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে হস্তান্তর করে বলে বেনাপোল ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানান। 

এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার তুসিতা চাকমা, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া, চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। 

ফেরত আসাদের মধ্যে শিশু ও কিশোর ২৮ জন এবং কিশোরী ও তরুণী ২২ জন। এদের মধ্যে ৪৬ জনের বয়স ৫ থেকে ১৮ বছরের মধ্যে এবং বাকি ৪ জনের বয়স ২০ এর মধ্যে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। 

ওসি আহসান হাবীব জানান, তিনটি এনজিওর সাহায্যে ফেরত আসাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যাওয়া হবে। 

তুসিতা চাকমা বলেন, বিভিন্ন সময় দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায়, কেউবা আত্মীয়ের বাড়িতে বেড়াতে ভারতে যান। সে দেশের বিভিন্ন অঞ্চলে বাসা-বাড়িতে কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে দেশটির পুলিশ তাদের আটক করে। 

পরে দেশটির আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায় বলে জানান তুসিতা। 

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব বলেন, সাজা শেষ হলে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংগঠন আটকদের নিজেদের শেল্টার হোমে রাখে। 

পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয় বলে জানান ওসি।