পুলিশ জানায়, রাত ৮টার পর নির্জন এলাকার আখক্ষেতে নিয়ে ওই দুই নারীকে ‘দলবদ্ধ ধর্ষণ’ করে।
Published : 26 Sep 2022, 12:58 AM
পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার মুলাডুলি শেখপাড়া এলাকায় একটি কৃষি ফার্মের পাশে আখক্ষেতে ধর্ষণের ঘটনায় মামলার পর
আটকদের গ্রেপ্তার দেখানো হয় বলে ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান।
গ্রেপ্তাররা হলেন উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের বাকী বিল্লাহর ছেলে আল আমিন (২৫), নায়েব আলী সরদারের ছেলে মহিদুল সরদার (৩৫), নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুরের প্রয়াত আমজাদ হোসেনের ছেলে আব্দুর রশীদ (৩৫) ও রাজাপুরের চাঁন মিঞার ছেলে জাবেদ (৩৫)।
রোববার দুপুরে ওই চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় জানিয়ে ওসি অরবিন্দ সরকার বলেন, এক নারী গার্মেন্টস কর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠে আল আমিনের। সম্পর্কের সূত্রে ওই নারীকে ঈশ্বরদীতে দেখা করার জন্য আসতে বলেন আল আমিন। নারীটি তার বান্ধবীকে নিয়ে শনিবার বিকালে ঈশ্বরদীর দাশুড়িয়া যান।
“আল আমিন বন্ধুদের সহযোগিতায় কৌশলে ঘুরিয়ে-ফিরিয়ে রাত ৮টার পর নির্জন এলাকার আখক্ষেতে নিয়ে ওই দুই নারীকে বন্ধুরা মিলে ধর্ষণ করে পালিয়ে যান। ধর্ষিতাদের চিৎকারে স্থানীয়রা গিয়ে পুলিশে খবর দিলে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।”
ভুক্তভোগীদের বক্তব্য শুনে রাতেই কুষ্টিয়া ও নাটোর জেলার বড়াইগ্রাম এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয় বলে পুলিশের এ কর্মকর্তা জানান।