সকালে শিশুটিকে কোলে নিয়ে আউটডোরে টিকিট কাটতে যান তার নানী; টিকিটের জন্য লাইনে দাঁড়ানোর সময় তিনি শিশুটিকে অন্য এক নারীর কোলে দেন।
Published : 13 Aug 2023, 11:26 PM
কুমিল্লা সদর হাসপাতাল থেকে চারদিন বয়সী এক নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে শিশুটি চুরি যায় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল করিম খন্দকার।
চুরি যাওয়া শিশুটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারোপাড়া এলাকার জসিম উদ্দিন ও আয়েশা আক্তার কলি দম্পতির সন্তান৷ গত বুধবার এই হাসপাতালেই জন্ম হয় তার।
ডা. আবদুল করিম খন্দকার বলেন, “সকালে শিশুটিকে কোলে নিয়ে আউটডোরে টিকিট কাটতে যান তার নানী নুরজাহান বেগম। টিকিটের জন্য লাইনে দাঁড়ানোর সময় তিনি শিশুটিকে অন্য এক নারীর কোলে দেন। এসময় শিশুটি চুরি যায় বলে অভিযোগ করেন তার মা আয়েশা ও নানী।
“তবে শিশুটি চুরি হয়েছে নাকি পেছনে অন্য কোনো ঘটনা আছে তা তদন্ত শেষে পুলিশ বলতে পারবে।”
শিশুটির মা আয়েশা বেগম জানান, জন্মের পর থেকে সন্তান বুকের দুধ পাচ্ছিল না। তাই ডাক্তার দেখানোর জন্য টিকিট কাটতে যান তার মা। এ সময় অন্য নারীর কোলে শিশুটিকে রেখে তিনি লাইনে দাঁড়ান। টিকিট কেটে ফিরে এসে দেখতে পান ওই নারী নেই, শিশুটিও নেই।
এসময় সন্তান ফিরে পেতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি।
হাসপাতালের নবাব ফয়জুন্নেছা ওয়ার্ডের ইনচার্জ ফাহিমা আক্তার বলেন, “শিশুটি সুস্থ ছিল। সকালে চিকিৎসক মোহসিনা আবেদিন কলি এসেও শিশুটিকে স্বাভাবিক দেখে গেছেন। তারপরও শিশুটির মা বারবার বলছিলেন যে সে বুকের দুধ পাচ্ছে না। পরে শিশুটির নানি কার সঙ্গে যেন কথা বলে আউটডোরে টিকিট কাটতে যান। কিছুক্ষণ পর তিনি এসে চিৎকার করে বলতে থাকেন যে তার নাতনিকে কেউ চুরি করে নিয়ে গেছে।”
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো.আব্দুল মান্নান জানিয়েছেন, চুরি যাওয়া নবজাতক উদ্ধারে কোতয়ালি মডেল থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখাসহ একাধিক টিম কাজ করছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যত দ্রুত সম্ভব শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।