এই ঘটনার পর থেকে প্রাইভেটকার চালক পলাতক আছেন।
Published : 10 Feb 2024, 09:56 AM
মাদারীপুর সদর উপজেলায় প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি ইজিবাইকের চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের আচমত আলী খান সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।
নিহত ৩৫ বছরের বিপ্লব শিকদার মাদারীপুর পৌর শহরের পানিছত্র এলাকার সালমান শিকদারের ছেলে।
ওসি মনোয়ার জানান, মঙ্গলবার রাতে আচমত আলী খান সেতুর কাছে মাদারীপুর শহরগামী ব্যাটারিচালিত ইজিবাইকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় ইজিবাইকের চালক বিপ্লব শিকদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনার পর থেকে প্রাইভেটকার চালক পলাতক আছেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]